Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা রিসোর্স সেন্টার ,জুরাছড়ি থানার পাশ্বে অবস্থিত। ইহা একটি সেবা মূলক প্রতিষ্ঠান। মান সম্মত প্রাথমিক শিক্ষা অর্জন , প্রাথমিক শিক্ষার গুনগত মানন্নোয়ন, শ্রেনি কক্ষে শিখন-শেখানোর মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতার মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যায় পরিদর্শণ, সাব-ক্লাস্টার কার্যক্রম পরিদর্শণ , এ্যাকশান রিসার্স, প্রাথমিক বিদ্যালযের শিক্ষক শিক্ষিকাদের চাকুরীকারীন স্বল্প মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৯৯৮ সালে আইড়িয়াল প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় এবং ১৯৯৯ সলে নোরাড় প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় এই অফিসটি চালু করে। পরবর্তীতে ২০০৫ সালের ২৪ নভেম্বর সারা দেশের ৪৮১টি ইউআরসিকে জনবলসহ রাজস্ব বাজেটে স্থানান্তর করা হয়। ২০১৩ সালে নব সৃজিত ২৪টি প্রশাসনিক উপজেলায় পিইডিপি-৩ আওতায় ইউআরসিতে জনবল নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সারা দেশের ৫০৫টি উপজেলা/থানায় ইউআরসি/টিআরসির কার্যক্রম চালু রয়েছে।